পাঁচ পান্ডবের পাশার হার
শকুনির চালে কুট, জিতছে দূর্যোধনেরা
কালের আবর্তন ঘিরে।
ওরাইত সফল খিলাড়ি
বস্ত্রহরন জানে।
তুমিও শিখে নিও দ্রৌপদীহরন, সীতাহরন
শাড়ির ভাঁজে লুকানো
নগ্ন শরীরের কাম ঢাকা পর্ব,
ফুলে ফলে তৃপ্ত হবে,
ফেঁপে উঠবে রাক্ষস ভুঁড়ি।
মুখ লুকানো সেনাদল
একে একে পরাজয় মানছে,
ওদের রামধনূ তীলক মুছে গ্যাছে ---
সূর্য্য দেবের প্রার্থনা মগ্ন, ওরা স্মরনাগত।
কার কথায় পর্বত ছুটে আসে
কেইবা পার হবে সাত সাগর,
সব তোমার আমার মাঝে কিছু
অজানা সত্য।
আমি পারব জনাব!
একটা সুযোগ দিন,
কবে তা প্রতিশ্রুতি হল,
দিনের পর দিন বাড়তে থাকল তার
লালন পালন, পরিচর্যা।
মা সীতার পা ছুঁয়েছি ছেলেবেলায়,
সবে রামায়ণের সূত্রপাত --
তারপর রাক্ষসের তান্ডব,
লঙ্কা পুড়লো একদিন সেই তান্ডবে।
আমি তখন খুব ছোট
আগুন দেখে আঁতকে উঠতাম!
পুড়লোনা মায়ের দেহ অগ্নিপ্রবেশে,
রানী হলোনা মা!
রানী হয়না মা!
শুধু মা হয়েই রয়ে যায়।
বাকি সব প্রতিশ্রুতি
জানোকি কোথায় লুকিয়ে আছে?