পাজড় ভেঙে শিরা ভেদ করে
অন্তরের অন্তঃস্থল সংলগ্ন সংলাপের উদয়,
নেকামো কিছু শব্দ জুড়ে দাও নারীর নাড়িতে--
অন্তঃসত্ত্বা হয়ে থাকুক চিরকাল।
রঙ দাও, স্বাদ দাও সেবনকারী হতে হবে
মাছরাঙা চোখ আছে?
গেলে থাকো সারাক্ষন।
খিল ভাঙার নিশ্বব্দতায় চোখ খুলোনা
একটু একটু করে সুগন্ধিত হোক।
রাত জেগে খাবারের টেবিলে
ঘুম ভাঙুক তোমার।
অন্দরমহল থেকে ডাক আসছে
সময় হলেই পাত পড়ে,
লঙ্গড়খানায় পুণ্য সেবনে বাবু গন্ধ মাখছে।
তুমিও করো সেবন,গন্ধ মাখো
ইংরেজি-বাংলা মিশিয়ে ছ্যাঁচড়া রাধো।
পোষাক নয় পোষা হতে চাই
ছুঁয়ে বাচুক প্রাণ।
কারাবাসে চুরি যাক খাজানার ধন
নির্বাক শব্দের শিকল ভেঙেছে কী?
নাকি অনুপ্রবেশ অবাধ...