মাটির নিচে গভীর গিরীখাতের গভীরতা
ভেদ করে, নারী গহ্বরে একটি উপত্যকা
সমূদ্র তলদেশের উচ্ছাসে তীব্র হচ্ছে।
অগ্নিশিখার মতো উত্তপ্ত, তেজস্বী
লড়াকু সৈনিকের ক্ষেপনাস্ত্রে ঝাঁজরা বুকখানি
ক্ষত বিক্ষত হয়ে লড়ছে;
শেষ লড়াইটুকুর প্রতিক্ষায়।
বৃষ্টি ভেজা ঘামের লুকোনো প্রেম
প্রবল শীতের আগুনে পুড়ছে ক্রমাগত।
শোভাহীন, গন্ধহীন ফিকে রঙে
মিশছে একফালি আকাশের চাঁদ,
নগ্নদেহ এপাশ ওপাশ ঘিরে
আহার জোগায় ভেজা বেডকভারে।
অজানা উপত্যকায় সভ্যতা গড়ে ওঠে
বিকাশ হয় বেদূইন পথের।
নারী হাটতে শেখে, বাচতে শেখে
নগ্নদেহটি পোশাকের আচ্ছাদনে মোড়া
নুড়িপথে স্থান পায় শ্রেষ্ঠ।।