কেনো পিছু ডাকো মিছে?
যাবার বেলায় ডাকতে নেই ,
সব কিছু নিঃস্ব করে চলে যাচ্ছি
বাধন গুলো একে একে কেটেছে বাঁশের চোঁছে।
ছিন্ন হচ্ছে তার সমস্ত অঞ্চল
তার মাঝে বিক্ষিপ্ত আনাগোনা ভুঁইফোড়,
নিস্তেজ হয়ে যাই!
কম্পিত হাতের স্পন্দন গোনে স্নায়ুকোষ,
সারা শরীর জুড়ে গ্লিসারিণ প্রলেপ
তার মাঝে জ্বলছি নিরবে...
জ্বলতে দাও আগুনের মত
তারপর দপ করে নিভে যাই!
আলো আঁধারের এই খেলায়
হাসিমুখে হোক পরাজয়!