চোখ চাইছে মনের মত করে বুঝতে,
পথের খাড়া ঢালে যে বাসভূমি
তিলে তিলে গড়ে উঠেছে,
তার খবর রাখতে।
যে চোখে চোখ মিশেছে কানায় কানায়
সমুদ্রের চেয়ে গাঢ় সে নীল, আর লবণাক্ত।
পথ ভুলে হারিয়েছে দিগন্তে কত ভেজা পলক,
পাতায় পাতায় তার আবরণ
ইচ্ছেডানা বেয়ে হারিয়েছে দুটি চোখ।
চোখ চাইছে
তুমি আমি পাখি হব মনের অজান্তে --
মন ব্যকুলতা ভেদ করে তোমায় ছোঁবে।
আরো কতকি!
ভাবতে ভাবতে ফুরোবে দিনগোনা।
চোখের আড়ালে ছুঁয়ে আছে চোখ,
ঘুমের ঘোর ভেঙে
খুঁজে নিয়েছে ক্লান্ত ঠোঁটের আদর।
সে কথা জাল বুনছে গোপনে ---
চোখ হারিয়েছে মনের অন্তরালে, মায়াজালে।