কেউ বলছেনা ফিরে যেতে
ভাবছেনা তোলপাড় জানা অজানা ঘিরে,
সময় সংক্ষিপ্ত! যতটা পেয়েছ
পুরোনো রাস্তার বাঁকে,
তুলে রেখ, যত্ন নিও তার।
কেবল হাটতে শিখেছি একপা-দুপা,
আঙুল ফসকে পিছলে যাই মাঝে মাঝে ;
সেই কবে পিছু ফেলেছি হারানো রাজপথ,
চাওয়া পাওয়ার হাট -বাজার।
জমা আছে কিছু আমানত,
কেনাবেচা বাজার দর ;
সব মেনেইতো বাড়ছে সেনসেক্স--
ছুঁয়েছে তোমার শহর
আর উঁচু বিল্ডিংয়ের নীলাকাশ!
এভাবে কাছা আসা যায়না,
এভাবে বাঁচতে হয়, অবলম্বন আঁকড়ে।।