যারা ভাঙতে এসেছিল ঘরের আসবাব,
বাইরের অগোছালো ডালপালা,
কিংবা বুকের নম্র পাজর,
তাদের কথা বেশ মনে পড়ে একাকীত্বে।
তাদের কথা ভাবতে ভাবতেই
ফুরিয়ে আসে স্নিগ্ধ দুপুর,
বেলাশেষে নেমে আসে অন্ধকার।
যেটুকু ঠাঁই জুড়ে বক্ষ গহ্বর,
তার অধিকটা জুড়ে আজ একাকীত্ব,
মন ভাঙলে তাই রুগ্ণ দেখায় ভীষণ।
সেসব সাচ্ছ্ন্দ্য,সামঞ্জস্য,লিখে রাখেনা কেউ!
আমার কাছে মস্ত একটা ভাঙন
জাগ্রত থাকে এখন।