একটা গল্প বলতে পারো!
শাক দিয়ে মাছ ঢাকার পুনরাবৃত্তি শুনে
বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছি।
চন্দ্রগ্রহণ-সূর্যগ্রহণ,আকাশ-পাতালের
উদ্ভট কাহিনীগুলো আবর্জনাবন্দী বস্তাপচা
হয়ে ডাস্টবিন বোঝাই হচ্ছে।
একটা কাগজ আর পেনসিল
জুড়াবে সাদা রঙের নিঃসঙ্গ ভরাট,
গ্রাফাইটের আচরে প্রাণ পাবে শরীর।
কাঁদবে, হাসবে, ক্লান্ত হবে
শীতল স্পর্শ দিও তাকে
কূল পাবে,মান পাবে।
গল্পটা জমে উঠুক!
শীতের চাদরের উষ্মতার মত
জড়িয়ে প্রলেপ নেবে সবাই।
গল্পটা অতলস্পর্শ স্রোতের উচ্ছাস হয়ে
জয়ী হোক সাগর-মন্থণে।।