চাকরীটা পেতে গেলে আর কতটা লিখতে হবে আমায় বলতে পারো?
আর ঠিক কতটা গল্প বানিয়ে বলতে হবে,
কতটা হাসি মিথ্যে হাসতে হবে?
চোখের পাতায় স্বপ্নের হামাগুড়ি গুনতে
গুনতে একদিন ক্লান্ত হবে দিন গোনা।
জানি গর্জন বুকে নেমে আসবে
আঁধার ঘনা সন্ধ্যেরা ---
জোনাকি আর ঝিঁঝিপোকার শব্দে
ভরাট হয়ে আসবে কর্ণকুঠর।
ছেড়া কাগজে ডাস্টবিন ভর্তি টুকরোর মাঝে স্বপ্ন চোখে জাগছে আবেদনপত্র
আমায় একটা চাকরী দাও!