বেখায়ালী দিনগুলো কবে গেছে ঝরে
ক্লাসরুমের টুকরো কাগজে, দাওয়ার আবর্জনায়;
চৌকাঠ পেরোনোর সাহস হল না আর।
কাগজের টুকরোগুলো বড্ড অসহায়।
পুড়ছিল বহ্নিশিখায়...
কী রোমাঞ্চকর সে আগুন!
পুড়ে ছারখার হল নরম স্পর্শ
গালের আদরমাখা তুমি-আমি।
বাতাসের ঝাপটায়, সময়ের খেয়াপারে
বঞ্চিত যাত্রীটিই কেবল রইল পড়ে।
প্রেম লাল হল; শ্বেত-কণিকাও,
শিরাপথেই আমাদের হৃৎপিণ্ড গমন...
টুকরোগুলো জেগে আছে নিঃশ্বাসে,
এখন গভীর রাতে ঘুমোয় নিউরোন।।