কেন যে কথা শোনো না!
তাড়াহুড়ো কেন এত!
৫ মিনিটে প্রলয় ঘটে।
আমার তো চাই ৩০ সেকেন্ড মোটে।
পাইলট হব, আকাশ-জমিন আমার হবে;
পাখির মতো উচ্ছ্বাসে কেউ পথ হারাবে
ভাঙনের পর ২ সেকেন্ডে
তোলপাড় হবে ক্ষনিক সব
ঝোড়ো মেঘের কালিমাখা চার হাত
বৈঠা বেয়ে লাল সমূদ্র পার।
বাকি ২ সেকেন্ড আমার
সেও না হয় তোমায় দিলাম--
এবার তুমি ২৬ শের ক্লান্তি দাও,
গ্লানি দাও চুরমার করে;
তারপর ভিজব বারান্দার নির্জন অন্ধকারে।।