একটা সন্ধ্যে ঘনানো পথ ধরে হেঁটে যাচ্ছি
ভিরু মন নিয়ে কল্পতরুর দেশে...
ভিড়ের মাঝে একলা চলা পথগুলো
কেমন গা ছমছম লাগে।
সত্যি কি একা হলাম!
নাকি আমার সঙ্গ তোমায় বিরক্ত করে তোলে,
তাই ফিরে চাওনা আগের মত!
আগের মত করে ভাবছি
যত্ন দেব, লীণতাপ শুষে নেব
তোমার শরীরের সমগ্রভাগ থেকে।
তুমি ব্যকুল হওনা আর আগের মত!
তাই শব্দেরা আধ খাওয়া মেঘ হয়ে
ভাসতে থাকে...
খুঁজে মরে আঙুলের আলতো ছোঁয়া।
ফিকে হয়ে যাচ্ছে সাদা রঙ
কালো আঁধারের আবডালে।
একটা শুকনো কাঠের দাবানলে
গুনছি আগুনের তোলপাড়।
এক, দুই থেকে অনন্ত পথে
আমার তুমিহীন পথচলা...