কে বলে আমি একা?
পথ চলতে শিখিনি তাই বলে
সঙ্গিহীণ নই, ভীতু ডরপোক নই,
এইতো ভাবছি বসে সাত পাঁচ ;
দিন রাতের হিসেব কে না রাখছে আজকাল!
কয়েকটা সন্ধ্যে পেরতেই ঘিরছে
কালো চেহারার অমানবিক দস্যুবৃত্তি,
এসব কম কি?
কার হিসেব কেইবা রাখছে?
চাষবাস, বৃক্ষরোপন ভুলে
পশুবৃত্তি আস্ফালনে পরিপক্ক।
কেনাবেচা পর্ব সেরে এবার বেরিয়ে
আসতে হবে, ফসল ফলাতে হবে
রবি শশীর কোলে দুলবে সোনাঝরা দিন।
বাকিটা গড়ে নিও মনের মতো করে----