✒️......
কী সব ভ্যান ভ্যান এইসব;
যেন-তেন তা দেয়া শকুনির ডিমে,
একদম পচাগলা বিনষ্ট উৎসব!
মাতোয়ারা পাগলামি দুষ্ট খেলো,
চোখের সামনে পিছে স্পষ্ট ডানেবামে
- ধুর ধুর একি হাল নিষ্প্রাণ মড়া শব |
চরিত্রে চেষ্টায় পটকা যে তবিয়ত;
তকদির কেটে ফেলা মনগড়া তরিকত,
আগাগোড়া বদমাশি সাধনার নামে!
সবখানে সবকিছু এলোমেলো ধাঁচে
সামান্য যা টিকে আছে টিমটিমে আলো
- আঁধার চাপায় তারা নাচে ভ্রম কালো |
ইতিহাস ঘেঁটে নিয়ে ক্লিষ্ট ঠোঁটে;
চেটেপুটে খেয়ে বাঁচা কাটাকুটো অংশ,
সময়ের ভাঁজে রচা অয়োময় ভ্রংশ!
প্রেমভরা ধরাধামে কানাখোঁড়া হাটে,
ফুলকলি বেচাকেনা বড়ো কমদামে
- সাধের জনমটুকু অযথাই ধ্বংস |
ধর্মের বর্মতে অধর্মের চর্ম;
ডুবন্ত মর্মের ভেলা বৈতালী ঘাটে,
সমলের রসাতলে যাপনের কর্ম!
ধুর ছাই নামধারী বিচ্যুত মোচ্ছব,
চারদিকে খোঁজহীন সোহবত তরিবত
- দেদারসে যতোসব চোখহীন জন্ম |
তর্কের দোকানে যতো অবিমৃশ্য;
কুকামের খোলাপথে ততো তকলিফ,
হায় দিওয়ানা মত্ত ব্রত পাপকল্পে!
বেতমিজ সব কৃষ্টিতে নাবালক দৃশ্য,
ছবিতে বা চিত্রে কবিতা কি গল্পে
- নাপাক হচ্ছে হৃদয় পবিত্রের বিশ্ব ||
----- © আগুন নদী ©====<>-