♦
এখানে যাহারা আছো স্বভাবী কুটিলমনা
জটিলতা রেখেছ ভরতি হৃদয়ের ভাঁজে
দোমনা আবেগে ভেসে করো অনাচার
বহুরূপে বিরাজিত দোষ নির্দয়তা কাজে |
তোমাদের কাছে এই সুকুমার নিবেদন
আকাশের পানে চেয়ে মেঘমালা দ্যাখো
ত্যাগের মহিমাতে আহা কতো উজ্জ্বল
ধূসরতা ভেদ করে সুখময় আবেদন |
বৃষ্টিধারা নামলে পরে ভিজলে খরা ভূতল
মনে করো এইতো হিমেল ঝর্ণাধারা
দেখবে অনেক ভুলের হিসাব মিলে যাবে
মুগ্ধস্বভাব নীরবতায় রক্তচক্ষু শীতল |
নদীর কাছে বসতে পারো খানিক সময়
শেষ বিকেলে গোধুলিবেলার আগে
ঢেউয়ের সাথে দুললে হৃদয় শান্তি পাবে
স্নিগ্ধরুচি বাড়বেই শুদ্ধ কোমলতায় |
পাহাড়শ্রেণীর নীরবতা সেকি মৌন মধুরতা
গর্ব কিছু করছেনা তো কেমন ছোটবড়
টিলার বুকে বুক মিশিয়ে দারুণ স্থিরতা
দুরুদুরু হৃদয়েতে তোমরাই নড়বড় |
সাঁঝের সজীবতায় বাতাস মৃদুমন্দ
আঁধারেতে ভয়ভাঙা সুর খুঁজতে পারো
সরলগতি ভাবনা ভেবো সহজ আরো
সুমতি জাগলে পরে থাকবেনা আর অন্ধ ||
______________________