♠....

একি তবে তোমাদের আশ্চর্য বিমোহ,
কোথায় চলেছ হে আনমনা রাহী!
ন্যাংটো শিশুর মতো একরোখা চোটে
- থামবে না খেলাধুলা অন্তবিহীন,
   নিকষ রাত্রির পটে অঙ্কিত ছবি!
বারণের বেড়ি পরা শরণের চুম্বনে;
আনাড়ি যাপনের সাথে কল্পিত দোঁহ,
দাঁড়িয়ে ভগ্ন দুয়ার বাড়িয়ে রুগ্ন ঠোঁটে
- আর কতো ভিখারি স্বপন!

একটু দখিনে সরে নড়েচড়ে বসো,
খুব বেশি দূরে নয় দিলখোলা বাদশাহী!  
সাজানো প্রেমের মুকুট বসন্ত পাতায়
- অপেক্ষ সৃজনের মণিময় উপহারে
  থরে থরে সাজানো পৌষালি পার্বন!
মাঘের কঠিন ছেনে কোমল সরোজ;
জাগ্রত প্রণয় আসন হীরক বেদিমূলে,
সেখানে বসে আছে ফাগুনের বিস্ময়
- বিমূর্ত কোজাগরী রত্ন আপন!

অবোধ ঘোমটাপরা কলাবতী বোধে  
কেন এই বেনামী আধফোটা বুনোফুল!
জড়িয়ে নিরানন্দ বৃতির জীর্ণ চাদর
- বৃথাই ঝরে পড়া মায়াবীথি ছায়াতলে,
  অযথাই মাখামাখি নিশুতি সোহাগ!
থামাবে না দ্বিধারথী শপথের চৈতালী;
অকারণ ডেকে আনা দূর হিমবাহী,  
অন্ধসারথি হয়ে একপথী ভ্রমণের বৃত্তে
- অস্থির জঙ্গুলে স্থির বন'পতি!

সময়ের বুক চিরে ফুলবতী হাসো,  
সবুজ তিয়াশা বুকে পিয়াসার ফলমূল!  
সাধারণ গাধা নয় ভারবাহী আয়োজনে
- দূর করো পৃথ্বীর চাপানো বিষাদ,
  সুর তোলো নবগীতি মাধুরি গীতালি!
গনগনে উত্তাপী হলে আগুনের ফুল;
সুরেলা পাখির ডানা,নিরালা নিশাজল,
দু'বেলা নিত্য জোয়ার প্রতাপী অবগাহি  
- সুনামের জৈবনে সুস্থির গতি!

__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||