=================
গন্ধভরা আমের মুকুল নেই
নিদাঘ আসার আগেই গেছে ঝরে
খরার দহন সইতে পারার নয়
প্রজাপতির পাখনা ভেঙে
কী সুখ পেলো নিঠুর বর্ণচোরার দল |
সরষে ফুলের মৌ লুটেছে কে
গুনগুনানি সুরের আভাস ছেড়ে
মৌমাছিদের অনাহারের শোক
মধুপ এখন মরছে ঘুরে বৃথাই উড়ে
পরিযায়ী দুঃখের সাথে ভগ্ন মনোবল |
বাহারি কলাই ক্ষেতে বসতি জমেছে
মড়ক লাগার আগেই ফসল পুড়েছে
ইছামতীর বাঁকে আবার ভাঙ্গন ধরেছে
নতুন বাঁধন কোথায় পাবো আর
কেমনে হবে প্রাণের বিমল আয়োজন |
শান্ত নদীর স্নানের বেলায়
অতিথ নিয়ে আনন্দিত জলকলরব
গ্রামবালিকার বধুবরণ খেলায়
অঝোর ধারার সাথে গন্ধ ভাসার দিন
নীলকমলের ডগায় কোমল প্রয়োজন |
সাতরঙা সেই বিকেলবেলা কোথায়
আকাশপটের বিশাল উদারতা
গাছের সারি সরিয়ে শখের বসতবাড়ি
সুখেরকাঁটায় ভরা কুমারখালির বিল
স্বজনপ্রীতির ঘোরে হৃদয় ভাঙ্গার ঘের |
দুঃখের ভেলায় ভাসছে নতুনচর
ওপার গড়ার আগে এপার ভেঙ্গেছে
ঘরের কোলে ঘর গড়েছে নিছক স্বার্থপর
উদার আকাশ ব্যপ্ত নদীর মুখ চেয়ে
মুগ্ধবোধের কাছেই মন ছুটে যায় ফের |
||||||||||||||||||||||||||||||||||||||©||||||||||||||||||||||||||||||||