♥ .......
ভালোবাসা হে, মহার্ঘ মহান।
হৃদয়বিহীন বুকে নিরাশার মর্ত্য ভূমি,
দুরাশার অসুখে যেথা স্বপ্নঘুড়িরা কাটে
- সেইখানে আহা নামমাত্র স্বর্গ তুমি,
ভাবের তরঙ্গ জলে অন্তরঙ্গ যেই গান
তরণী হারায়ে কভু করিনি সন্তরণ!
প্রণয় গভীর তলে কখনো যাইনি ডুবে
বসিনি প্রিয়'র অমল দিঘির ঘাটে
- বুঝতেও শিখিনি মরমি দৃপ্ত মরণ |
প্রবেশপথে রাজ নিবেশের তোরণ;
কেহই সেথা দেয়নি কোন আগল জুড়ে,
আবেগ তাড়িত হাজারো খেয়ালে
- বিষাদ বিহীন ফুলেল দেয়ালে
ইচ্ছা এঁকেছি ভূতিহীন প্রগাঢ় ভিত!
দারুণ বক্রের দশমচক্র গ্লানির সাথে
দুলতে গিয়ে ভুলতে থাকা সুরে!
প্রেমের দামে কিনেছি বিরহ নিশীথ
- একটুও তোমার করিনি ন্যায্য স্মরণ |
ভালোবাসা হে, নিশ্চিত আকাশ।
নীলের নীলিমাতলে কালিমা বিহীন,
অন্তরে তোমার মগ্নঋষির ধ্যান
- বহিরঙ্গে প্রখর সূর্য তারার আলো;
ভক্ত সেজে রক্তচোষা বিরল বাদুড়,
বন্ধ চোখে ঝুলেছি আমি জীবন্ত লাশ!
ভালোবাসা তুমি হেসেছ প্রানখুলে,
বেইমান আমি আকাশকে গেছি ভুলে
- পাপেও পিপাসায় করেছি ভবশরণ ||
----== © আগুন নদী © ==----