★★★
.... ডাকলে ডাকুক সুরের কোকিল,
বসন্ত নয় যখন-তখন সবখানে!
আসল কথা অনেক দূরের পথের বাঁকে,
কী চায় সেথা অন্তঃপুরের পাগলা হৃদয় |
চাওয়া পাওয়া কতটুকু অন্তপ্রাণে -
ভালোমন্দ ধন্ধমাখা কোন ছবিটি আঁকে!
আলোর রেখায় অন্ধকারের সায়
- দেখায় কেমন মাধুরির ও-ই দিল |
..... কোথায় আছো কেমনে বাঁচো,
বুকের ভেতর কোন সে জিকির!
কেমন নাচো সকালবিকাল সন্ধ্যা রাতি,
দিওয়ানা হে গহন গভীর গোপন রূপে |
ভদ্র নাকি ইতর মনন শরীর -
কথায় প্রথায় খাঁদ নিখাঁদের ফাঁদ ছেপে,
হয়েছ কী বাতি'র মতো সাথী
- কোন সাহসে অরুণ বরুণ যাচো |
..... আদর চেয়ে মধুর অনেক আসে,
আশেপাশে সাধুর হাসির চোট!
নাচবে নাচুক গানের পাখি বুলবুলি
ফিঙে শ্যামা ময়না টিয়ে খুশির শাখে |
তলিয়ে দ্যাখো নিজের গানেরগলা -
উৎস স্বরের বীভৎসতা খেয়াল রেখে,
তুমি কেমন গাইতে পারো কণ্ঠ খুলি
- শর্তহীনের বেশে অন্য কারো পাশে ||
--=<<>®© আগুন নদী <>>=--