✒️_________


এক ফালি উঠোন;
সেখানেই ডেকে আনি
কার্তিকের বিদূর মেঘ!
খালি খালি বেমানান উঠোনের বুক,
ক্যানভাসে এঁকে দিই স্বর্ণালী ময়ুর!
একে একে উড়ে আসে -
সুদূর সাগরবায়ু;সিঁদুর লালিমা ক্ষণ
- পতঙ্গ নিমন্ত্রণ।

কিরণমালা গল্প জমাই;
হাঁটু মুড়ে বসে পড়ে ঘনসন্ধ্যা,
একরাশ মুগ্ধতা ছড়াতো যে আকাশ
মাথানত করে সে-ও
এখানেই খোঁজে অবকাশ।
জোছনার অভিমানে ঝরে রাতরানী,
জোড়া জোড়া তারা খসে
- পলাতকা সুবাস।

ধরণী দিগন্ত ছেড়ে;
হেমন্ত বাসনায় উড়ে ধানঘ্রাণ,  
সরল বৃষ্টি এসে তল ছুঁতে চায়!
গীত ছাড়া শীতে,পাতাঝরা দিন
অলস কবিতা পড়ে -
লবেজান সোনাভান!
নিশাজলে ভেজা,জুবুথুবু প্রাণ
- ছোট্ট উঠোনে শুধু হায় হায়!

আড়ালে দেয়াল টানি;
ধুলিমাখা পথ বেয়ে বন্ধ্যাজীবন,
পূবের বাতাসে যতো কানাকানি
আমি তার কতটুকু জানি!
গভীর জমেছে যে ঋণ -
কমেছে যে দীন আয়ু!
ঝরাপাতা ঝরে ঝরে পাহাড় সমান
-নিকানো উঠোনখানি বেদখল হয়।


✒️@ আগুন নদী ©
কার্তিকের ঝড়ের রাত
....১৪২৯ বঙ্গাব্দ।