ব্যক্তিগত কাজে কয়েকদিন নিয়মিত কবিতা পাঠ করতে আসতে পারবো না।
নিঃশর্ত পাঠকদের জন্য শুভকামনা।
♣
বৈশ্বিক উষ্ণতার নিদারুণ এ সময়
হিমাংকের পারদ যখন শূন্যে;
খ্যাতিও তৃষ্ণার দামামা বেশ তুঙ্গে!
বাইজেন্টাইনের নিমগ্ন পাঠ ছেড়ে,
কী যে বিতৃষ্ণায় চোখ বন্ধ করে নিই!
দারুণ উপভোগ্য স্বপ্নের প্রচ্ছায়ায়-
'বসফরাস' থেকে মালয় দ্বীপপুঞ্জ,
সবখানে পৌঁছে দিয়েছি স্লোগান
- কঠিন মোকাবিলা হবে!
রূপকল্পের মাপে এঁকেছি যে থাবা,
মারহাবা মারহাবা বলতেই পারি!
কাঁচঘরের আরামে ঘুমিয়ে;
কালিও কলমের সম্পর্ক চুকিয়ে দিই,
এরচেয়ে ছোটলোকি
- কী আর হতে পারে?
ডাকবাক্সের সব চিঠি পুড়িয়ে ফেলি,
নব্য প্রস্তরযুগের পুনরাবৃত্তি হয় হোক!
বহুদেশ বহুভাষা এতো দাবীদাওয়া
- থাক নাহয় কিছু জমানো কাজ!
নতুনের পথে আবার দেখা হবে;
ভিন্ন গতিপথে অন্য সাম্প্রতিক,
জ্বালাময়ী ভাষণে কাঁপাবো বিশ্বময়!
'নোভো রোমা' গড়ে দেবো
তরুণ তুর্কীর হাতে অরুণবিশ্ব!
অথচ কী এক নির্লিপ্ত উদাসীনতায়
-'কামাল' তত্ত্ব ভুলে বেসামাল আজ!
শীততাপ নিয়ন্ত্রণে সুরক্ষিত আমি
শয়নকক্ষ হতে সভাকক্ষের গণ্ডি,
এরচেয়ে বড়লোকি
- কী আর হতে পারে?
ইউরেশীয় শীতভোরে জুম বৃষ্টি নামে,
আপাতত পুরনো কিছুই ভাবছি না!
বইয়ের পাতায় যত্নে থাকুক;
সমঝোতার 'উসমানী' সমাজ!
স্বাভাবিক ভূকম্পন আসবেই -
অস্বাভাবিক সুনামি উচ্চতায় বাড়ুক,
'সোনালি শৃঙ্গ' আমার অবকাশ!
'কৃষ্ণ সাগর' কোলে নৈসর্গ দেখে
'মার্মারা' উপকূলে হবে সূর্যস্নান!
ম্যানিলার টাইফুনে ডুবুক 'লুজোন'
ভেসে যাক ভানুয়াতু,টোঙা,জাপান
লণ্ডভণ্ড এক 'সবুজ বদ্বীপ'
সেখানের ঝাউবীথী প্রকৃতি প্যারাবন!
তলিয়ে গেলেই পুরান ভূমি
- জাগবো তবে নব্য পাষাণ চুৃমি?
______________
© আগুন নদী © ২০২২
কৃষ্ণসাগর পাড়ে, ইস্তাম্বুল।
==============