🖋️..........
এক চিলতে প্রেমের নামে;
সস্তায় বেচে দেয়া মস্তক,
তারপর রুদ্ধশ্বাস মখমলি শীৎকার,
আমূল সংগ্রাম গিলে বিপন্ন সঙ্গম!
ধারালো নখে আস্তর জমে;
থোঁতামুখ ভোঁতা হয় ক্রমে,
ঘুমের অনন্ত গ্রহ, উঠানে থামলে এসে
আহত চাঁদের নীচে অনর্থ চীৎকার!
দারুণ মোহ করুণ পারঙ্গম -
সোনার যে মোমদানি সেও পুড়ে যায়,
সোনালি ছাই'র নেশা দুধসাদা মোমে
- কী নিদারুণ বাঁধতে পারো,অবশেষে |
শব্দ বিহীন শব্দ হয়ে;
এ কেমন নৈশব্দ আঁকো,
তোমার ভয়ানক ছায়া তোমাতেই পড়ে
ঝুলন্ত আঁধার মায়া নিষিদ্ধ গন্ধম!
দ্বিধার পৃথিবীকে ছেড়ে;
সাদাসিধা হতে থাকো,
আয়োজিত ঘুমঘোরে কেন যাবে পুড়ে
পোশাকি গন্ধ ছুঁয়ে অসহায় অন্ধ'ম!
এইসব প্রেমটেম ছাড়ো -
নাকের নিশ্বাসে আরো বিশ্বাস গড়ে,
কতোখানি শীতল অথবা উত্তপ্ত রাত
- কী নিদারুণ কাঁদতে পারো,ভালবেসে |
দৃষ্টি সীমানায় যতো;
নগ্ন প্লাবনের স্রোতে,
দখলের মগ্নতায় ডুবন্ত সমতল,
রিরংসা পাহাড়ে ততো লোভ জমে!
সিঁদেল চোরের মতো;
আর কত লুকায়িত রবে,
কাটিয়ে দেয়া মৃত্যুর অনিবার্য রাতে
কোথায় কুড়িয়ে পাবে রত্ন উপল!
নিরাশার মরিচীকা ভুলো -
এবার প্রাণান্ত হও সুশান্ত গতিপথে
শোকহীন শ্লোকে গড়ো মরমি কবিতা
- কী সকরুণ সাধতে পারো,সবিশেষে ||
....🖋️ @ আগুন নদী ©