--◽⬜◽⬜◽⬜◽--


অনাহারী দিন গেছে দুখে অবিরাম
অনিশ্চিত রাত ঠিক সেই মত
অপেক্ষায় ধুঁকে ধুঁকে দুঃসহ বেদন
এতটুকু বিদ্যা,এইটুকু মাত্র!
এক তিল পরিমান করিয়া ধারণ    
মনেহয় খুব বেশি পেয়ে গ্যাছো নাম!
ভালোকরে জানি তোমাদের ওইসব
কতদিন আহা!উপবাসী ছিলে
-কতোটুকু মনে আছে বলো?
এখনো বিম্বিত ওই ছোপছোপ লাজ  
গাদাগাদি গৃহবাসী বিবাদী গুহায়
বালিশ পাওনি কভু শিথানের তলে
দুর্ভোগ দুঃসহ সেই মরোমরো সাজ
ভাবখানা মহারাজ বিশাল বৈভব!
    
বিগত অভাব কথা ভুলেছ নিমিষে
দিশাহারা হয়ে গ্যাছো দুকলম শিখে
মনে করে দ্যাখো ঠিক ঠিক
- কচুঘেঁচু লতাপাতা খেয়ে;  
কাচুমাচু কাটিয়েছ রঙহীন ফিকে
এতো দ্রুত ভুলে গেলে হাভাতের দিন
কোথায় শিখেছ এই অজ্ঞান আভাস!
বইখাতা মিলে নাই আসল সঠিক;
প্রতীতী প্রজ্ঞার কথা তাই আশাতীত!  
দুকথা জেনেছ ভেবে দূরছাই সবি;  
হাত পেতে যেনো আছো চেয়ে
-নিদারুণ সেই ছবি নিকট অতীত
মুখিয়ে থাকার ভারে হত মুখচ্ছবি  
মোছেনি সংকীর্ণ দাগ কোটরের কালি ৷৷

            --⚪©⚪--