.............................................
--⭕⭕🔱🔱🔴⚫🔴🔱🔱⭕⭕--
.............................................


সাগর মোহনা ছেড়ে;চলে যেতে যেতে 
পালক খসিয়ে যায়,নিশীথা ঈগল 
- আঁধারের বুক চিরে নিশামন এক! 
ডাগর চোখের কোণ চেয়েছিলো পেতে
নিশীথনিবিড় কালে দুইরঙা জল
-ঝলক মেশানো ঝরে নিশিত নিষেক |


নীলাকাশ মরে গেলে বিকেলের আগে
-গরম নিশাস ফেলে চলে যায় রবি
কটালের ক্ষণে আসে চাঁদ ভরা আলো!
নিষণ্ণ বুকের মায়া;অনুরাগে জাগে
কানাকানি করে কিছু ভাসাভাসা ছবি 
-পরিমল পরিপ্লবে আলোহীন কালো |


আরাধনা করে আরো;পাইতে নতুন
ভুলে হায় পরিচয়, প্রেম চিরচেনা! 
- জলরঙা ঢেউগুলো,রয়ে যায় ঠিক
দোলার সহিত শুধু ভেসে আসে নুন
বাদাম বর্ণের পিঠে দুধসাদা ফেনা 
-ক্ষণিকের পরকোলা দিশাহারা দিক |

চিরাগত সলিলের; অজানা বিবাদ
ঝিনুকেরা ডুবে যায় অজানা অতল 
- দিনরাত চলে ওই খুনসুটি রেশ!
পিয়াসির আঁজলায় নোনতার স্বাদ 
নির্জলা মিথ্যার ভারে খানিক উতল
- মুক্তোর মুক্তি আর,হয়না বিশেষ ||


...........................................
-◑⭕⚫🔵<||©||>🔵🔸⚫⭕◑-
...........................................