°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
একটা সময় ভিন্ন থাকে খুব;
দেবদারু বন মনের ভেতর,
ঝাউয়ের বীথি কল্পনাতে -
স্বপ্ন জুড়ে মগ্ন সবুজায়ন
- নানান রঙের ফুল!
তীরে তীরে বইলে জোয়ার;
ছাপিয়ে দুকূল সকালবিকাল
উছলে ওঠা হৃদয় নদীর ঢেউ!
চোখের কোণে লক্ষনিযুত তারা
-হাসতে থাকা নৈশব্দ আঙ্গন ||
আরেক সময় ছিন্ন বাঁকে ডুব;
বিষম কাটায় বিঁধলে গতর,
সাধের পিরিত অপঘাতে -
ভগ্ন সুরে নগ্ন অবগাহন
- ভুল তরঙ্গের কূল!
পারে পারে ভাটার প্রহর;
পালতোলা সুর শ্রুতির আকাল
পিছলে পড়া শব্দে বধির কেউ!
দুখের মরূর অক্ষে অযুত খরা
-ভাসতে থাকা সশব্দ ভাঙ্গন ||
দুই সময়ের মধ্য আঁকে লোভ;
আব্রু বিহীন জংলী ইতর,
ঝাঁপটে নানান উপমাতে -
লগ্ন ভুলে সাঙ্গ অবদমন
- ঝুল অনঙ্গের মূল!
সারে সারে গোঁয়ার কহর;
মাকাল রূপের দোলায় নাকাল,
কচলে দেয়া জব্দ অধীর ফেউ!
সুখের সোনার বক্ষে নিশুতধারা
-মিশতে থাকা নিঃশব্দ প্রাঙ্গণ ||
===============
© আগুন নদী © ®২০২১®
===============