________________
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

লিখবো কী আর লিখতে গিয়ে;
নেইকো কিছুই বকতে বাকি,
        শিখবো কীসব শিখতে নিয়ে
        - হাছায় মিছায় ঝুরছে সাকি!
সেঁকতে গিয়ে পোক্ত রুটি শক্ত চটির ঘা,
দেখতে থাকি মাখতে থাকা বর্ণমাখন চটা!
..... বখতে থাকি;
শাখা মাঠের তখতে রাখা কাঠের পাটাতনে
- পাটের পটে আঁকা বাগিয়ে দ্যাখন পদ |

শব্দ পাছায় লাগিয়ে খাঁচা জব্দ নাচা;
লিখছি রুবাই শিখছি বাঁচা সবাই,    
      মাপছি যত কাঁপছি খুলে ভবের কাছা
     - ডেকচি হাঁড়ির ছাঁচা শবেবরাত চাই!
সরাইখানার চাটাই তুলে ঝারছি চৌকি;
কড়াই তেলে চড়াই আটা, চড়ুই চাটা ভাত!
..... ভিখতে থাকি;
গড়াই ঘটা ত্বরাই ভাটা, বড়াই নদের পাড়ে
- সাঁটিয়ে আঠাল গঁদ মাড়াই হ্রদের গদ ||

লিখতে নিবিড় শিখতে ছবি;
ঘুপসি রবির তলের ভবী,
         আঁকতে গিয়ে বাঁকতে শুরু
        - ঘুপটি আঁধার ছাঁকতে গুরু!
পাঁকের মাছের কণ্ঠস্বরে ঝাঁকের গুঁড়া ভরে,
কাঁচকলা সব পাকতে থাকে নাচের বাঁকে!
........ চাটতে থাকি;
সুরার সাথে সুড়ুৎ করে উড়ার ফাঁকে
- ছন্দ মিলের উষ্ণ কুড়ুল গিলতে থাকি |

সারছি পরব সরছি দূরে ধরছি ব্যথা;
মোটা হরফ গোটা গোটা ছিন্ন বোঁটা,
      পারছি সাঁকোয় ধাপ্পা পারের কথা
     - হরপ্পা দিল টপ্পা রসের গপ্পো ফোঁটা!
ছড়াই জড়াই ছাপ্পা মারা খাপ্পা অসার;
কাটিয়ে কঠোর কোঠা, ফাটিয়ে জঠর মাথা!
........ কাটতে থাকি;
ভাষার গালে কৃষ্ণ জড়ুল, আশার চুলের জটা
- গরদ গারদ গরদা গরাদ ঠাসার খোরাকি ||

---===<>©আগুন নদী ©<>===---
_____________________
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°