--==<><[[|||[[♣]]|||]]><>==--
.
আকাশের শেষ জানা নেই
উদার উজ্জ্বল সবচেয়ে সুখী
এই সত্য কথার মতো আর কীইবা আছে?
বাতাস আরো একধাপ এগিয়ে
একটু বেশিই সাবলীল
সর্বত্রই প্রাণময় উষ্ণ কিংবা শীতল
যেখানে বাতাসের অস্তিত্ব নেই;
সেখানে আর কোনো ভাবনাই অভাবনীয়!
প্রাণের পৃথিবীতে আপ্রাণ লড়াই
আদি হতে বর্তমান
মাটি আর পানি অর্থাৎ জলে স্থলে
অন্তরীক্ষের তলে অতলে
যোজন অভিযোজনের খেলাই অনন্য।
একবার বন্ধ হলেই বুঝা যেতো
বিপন্ন ক্ষণেক্ষণে কে মরে আর কেইবা বাঁচে!
নিষ্প্রাণ নিষ্প্রভ নীরস সেইসময়
বুঝাবুঝির বিন্দুমাত্র অবকাশ কই!
তারচেয়ে একদম সোজা
আরো বেশি সহজ ভাবলেই হয়
সোজাসুজি কথা আসলে আমিই সেরা!
সহজসরল সত্যবল এইসব আমার জন্য
আকাশ বাতাস জল স্থল নিরাপত্তা ঘেরা
এতকিছু অনায়াস প্রাপ্তি;
কোথাও লেখা নেই কোনো দায়দেনা;
বিনিময় কিছুইতো দিতে হয়না
ঠিকঠাক বিধানেরও ধার ধারিনা!
আমি আমার মতো চলছি ফিরছি স্বীয় ধাঁচে
তমসুকে জমছে জমুক ঋণ
- নির্ভার আনন্দময় দুনিয়ার দিন!
©-=--=<><[[|||[[©]]|||]]><>=--=-©