--==<><[[|||[[♣]]|||]]><>==--


দুই চোখের দৃষ্টিতে;
কতদূর আর দেখা হয়
যেটুকু দেখার কথা তাইতো দেখিনা ঠিক!
অসময়ের বৃষ্টিতে
অবিরত ভেজা কতো সয়
অতো বেশি জলময় হবে নয়তো সঠিক
বিচিত্র সব সৃষ্টিতে;
নিহিত যেই রহস্যময়!
বাহিত সুখের খোঁজে হারিয়েই ফেলি দিক।

         পৃথিবীর পথেঘাটে
       চলাচলে কতকিছু দেখি
মনেধরা সবকিছু আসলে কী মানবীয়!
        অচেনা ও চেনা বাটে
      কোলাহলে কতশত শিখি
মনোহরা কিছুকিছু বাকিজায় মননীয়!
        জৈবনিক এই হাটে
      হলাহলে রত বিষ মাখি
মনমরা নিচু হয়ে বাঁচি হায় দানবীয়!

সাগর অস্থির বেশি;
তীরে তীরে থাকবেই ভীতি
জলমগ্ন হতে চেয়ে ক্ষতির সায়রে মরি।
পাহাড় সুস্থির খুশি;
বীর শিরে সুসারিত রীতি
নিমগ্ন ভাবনা ছেড়ে ছলের প্রতাপ ধরি।
নদী ভরা জলরাশি;
চিরায়ত প্রবহিত নীতি
প্রীতির বাঁধন ছিঁড়ে বেগতিক ভুল করি!

--==<><[[|||[[©]]|||]]><>==--