(সাময়িক কবিতা)


ও'পাড়ার বদমাশ এক কবিতা রাতুল,
আলমাস মাছি শেখ ভণিতা বাতুল!
বারমাসি সাঙাত কানকাটা ছেরাজুল,
চিরকাশি পাঙ্গাত গালকাটা মেরাজুল।

হেসে হেসে অবশেষে চোস্ত রবিউল,
কবিয়াল পালা ঠাসে ব্যস্ত রফিউল!
ঢোলে বাড়ি মারে জোর গলাকাটা শরিফুল,
হাততালি ধরে চোর তালুফাটা তরিকুল।

আহারে বেদম ঘোর আদম আবুল,
ছেঁড়া চুল ঝুঁটি বাঁধা কদমের ফুল!
এক থেকে একশত একহাজার ভুল,
কুল রেখে কূলগত বকরাজার মূল।

ঠুলঠুল কুলকুল মিলামিলে ধুন্দুল,
বুলবুল চুলবুল গোঁজামিলে কোন্দল!
ঠেলেঠুলে ঠেলাগাড়ি ঝলকেলি জলরেল
হেলেদুলে ভেলা পাড়ি খোন্দলি কলরোল।  

গিলে খায় হাঁদারাম মিলে যায় তা'ল',
পালে মালে ডালে চালে বাল মালামাল!
একগাল হেসে ফেলে হেঁসেলের চালডাল,
পান চুন নুন চিনি তেলে ঝোলে কালাকাল।।

_______