---===>|||<[[[♣]]]>|||<=== ---
ফসলি জমির বুকে; জমে থাকা গাঢ় সুখে
অঘ্রানের পথ চেয়ে কাটায় উৎসুক
ছড়ানো ছিটানো কাল;কিছু ঝরতিপড়তি দুখে
সর্বগ্রাসী রোষানলে ফুঁসে সর্বভুক।
কালোত্তীর্ণ হতে চায়; নিবেদিত ভূমিতল
দোলায়িত নবাঙ্কুরে আশার ঝলক
বিশাখের বিমলতা; নবোদিত ফুল ফল
নবীন বাহারি কুঁড়ি জাগে অপলক।
নবান্নের দিনগোনা; সোনালি পথের পানে
পুষ্পিত বাসনা মাখা মৃদু প্রতিষেধ
নিরন্ন গেরস্ত জানে; প্রসাদ পাথেয় মানে
উপাহারী তৃষাতুরে ভুলে প্রতিশোধ।
মৌসুম ফুরিয়ে গেলে; ফসল কাটার ধুম
ক্ষয়িষ্ণু সময় আরো টুপটাপ ঝরে
সীমানার আলপথে; থামে বারোয়ারি ঘুম
উড়াল বিহঙ্গ কিছু আড়ালেই মরে।
---===>|||<[[[©]]]>|||<=== ---