🔘⚪🔘⚪🔘⚪🔘⚪🔘⚪🔘
অশান্ত জলের তীরে-
বেসামাল 'টাকাহার' সুবাস বিলায়!
বেঘোরে ঘুমিয়ে থাকে;আঁটকুড়া ঝাউবন
বেলাজ প্রণয় চায় অচল নৃপতি মন
ইশারার শিস দিয়ে প্রশমিত সুখ ডাকে!
ক্ষণচর কীট কিছু নিবাসন খুলে
বিদিশা তৃষার তোড়ে ডুবে মরে পাঁকে
নিবাত ক্ষণের গায়ে নিষিদ্ধ চুম্বন করে
দিক,ঠিক,খাঁটি সব বেমালুম ভুলে
হায় হায় আফসোস! দুর্মতি দুর্গতি পণ!
গহন জলের তলে সেখানেও ধিক?
অসহ্য নিলাজী ভিড়ে-
শরমে লুকাতে কেউ অদৃশ্যে মিলায়
লাজুক প্রবাল ধরে ঘুমন্ত শরীর
কাছিমের পিঠে ভাসে নিবেদন!
সেই ফাঁকে ছক আঁকে,ভিনজাত নটী
চরম ধরম নীতি;গ্রাসে আবেদন
সাধু 'মীন' সেও ভিড়ে অসিদ্ধ কুকামে!
শামুকের কামুক হৃদয় অশুদ্ধ উতল
- অযাচিত ঘেঁষে থাকে জলবিছুটি!
জলের বিম্বিত ছবি, দিগন্ত সুনীল মিল
আকাশে চেয়ে দ্যাখো তাই ফিরে -
বিনষ্ট ইঙ্গিতে ভরা বিমর্ষ বিভাস!
ডাগর সাগর চিল সোনালী পালক
চিরায়ু প্রশান্তি ছেড়ে নীচের মাটিতে নামে
বেহায়া ধূসর রঙে, চোখমুখ ভরে থামে
-নিদারুণ দুরাশার অস্পষ্ট আভাস!
বেশরম মিছিলের এক আঁধারে সামিল
জলে স্থলে চৌদিকে কামনা অধীর
লোলুপ বন্ধ্য 'বয়েল' একি তাড়নায় মরে!
🔘⚪⚪⚪⚪⚪©⚪⚪⚪⚪🔘