অবনি তোমার ওই সুরভিত বুকে
অরণ্য হৃদয়ের ছড়াছড়ি দেখে
লালায়িত অনেকেই হেঁটে গেছে পিছে!
বিবসনা বিবেকের অসুখেতে ধুঁকে
- মরীচিকা মায়াবীর হাতে হাত রেখে |
লালসার মূলে ছিলো অগণিত ভুল
অবুঝের আকুলতা একদম মিছে
কোথাও মেলেনি কোনো গোলাপের ঘ্রাণ
ফোটেনি শুভ্র সফেদ,এলাচ লেবুর ফুল
- অনাঘ্রাত রয়ে গেছে আগর সুবাস!
মরমিয়া বনফুল দলিত হয়েছে কতো
লোভী হয়ে মরে গেছে, অতৃপ্ত প্রাণ
- অজানার পথে শুধু গরম নিশাস!
হাহাকার ভরপুর গহীনে গিয়েছে যতো
বিতৃষ্ণ বুভুক্ষু সেথা স্বার্থের বাঁধন;
নিদাঘ খরার দাহে মোড়ানো আবেগ!
নক্ষত্রপল্লীর তলে রেখায়িত দাগে
সাদামাটা উড়ে গেছে নীলকালো মেঘ
ভীরবাসনায় পোড়া বৃথার সাধন!
- সকল সীমায় দেখি বিষাদের রাগে ||