✪✪<>::::::::🔵🔵::::::::<>✪✪



..          জীবনের প্রয়োজনে
            যাপনের আয়োজনে  
সোজাসুজি হেঁটে যেতে শিখেছি যখন;
জেনেছি হাঁটতে হবে নিজের ছায়ার পিছে    
       - তারপরে আর থামি নাই!
থামতে শিখিনি বলে নামতে পারিনি নীচে
    স্মৃতির গভীরে খুঁজি;নেমেছি কখন
      - থরে থরে দামী বোধ পাই!
            এখনো তেমনি পণে
            কখনো থামিনা রণে ...  

           ভাবনার বিভাজনে
            সাধনার নিরজনে  
   সাধনের শুভ সুধা পেয়েছি শিখন;  
ভুলেও ভাবিনি বলে বিতথ খুঁজিনি মিছে
      - পরপর পেয়ে গেছি সুখ!    
'জীবন' আমারে তাই বিপুল বৈভব দিছে
  বাঁধনের বাধা ছেড়ে মেনেছি লিখন;
      - এরপর ভুলে গেছি দুখ!
            ভূবনের অভাজনে
            আরাধনা থির মনে ...

           মাঝে মাঝে থামবার
           কাজে কাজে নামবার
    দরকার বুঝে কভু থেমেছি ক্ষণিক;  
থেমেথেমে ধীর পায়ে আবার সুমুখ পানে
       - শোধরানো গত ভুলচুক!
   অপরের কথা ভেবে নেমেছি খানিক;
শ্রমেঘামে দৃঢ় সায়ে জেনেছি 'জীবন' মানে
       - উতরানো ক্ষত হীন বুক!
           বাজে কাজ কারবার
           বাধে লাজ বারবার ...

  
✪✪<>::::::::::©::::::::::<>✪✪