-=-☁ ☁  ☁ ✪✪ ☁ ☁ ☁-=-


শেষের থেকেই হোক নতুন পথের শুরু
ঠিক কথাটি বলেই ডাক দিয়েছে সুজন
ভাবতে সত্য ভীষণ,ডুবলো দ্রুতির ভেলা!
তখন অলস তন্দ্রা অঙ্গ ভারী
- কাঁপছিল বুকখানা দুরুদুরু!
প্রগাঢ় ঘুমের মাঝে স্বপন ফেরার ক্ষণে
শুনেছি একই কথা কণ্ঠে জারি;  
জাগতে হলো আবার,দেখতে গতির খেলা!
- শুনতে পেলাম প্রিয় সবাক মিঠে কূজন    
    
গভীর মাপার শখে;বৃথার সাগর পাড়ি  
ক্লান্ত আমার চরণ,হাঁটতে পারার নয়
ভাসান মেঘের তলে রঙিন স্মৃতির মেলা!
শরত সাদায় মৃদু আঁকা নীল
- বাঁধছিলো সুখকণা গড়াগড়ি!
নিবিড় চুমের মতো পাড়ের জারুল বনে
মাটির মায়ায় লেখা কতো মিল;
ছেঁড়া মেঘের সাহস,একলা উড়াল বেলা!
- সফল বিজয় শিখি ভুলতে হারার ভয়।  

--==:::::==<>©<>==:::::==--