==========
_____________________
==========
অচেনাজীবন ছিলো বিরহে কাতর শুধু
হাতড়ে খুঁজেছে হায় স্মৃতির যে শরীর
ভেতরকার গোপন কদাকার
নতুনেরে টেনে নিয়ে ভুলে পুরাতন
বেচঈন প্রতিক্ষণ বড় এলোমেলো
পলাতক সুবিমল স্বনামে আসেনি ফিরে
অবেলায় ভেসেছিল নয়নের নীরে
অবিনীত বোধে আর জমেনি প্রাণের মধু |
অনেকটা পথ হেঁটে ক্লান্ত সুখের কায়া
রঙচঙা দিনভর পায়নি সে অবসর
দিনশেষে বেড়েছিল হাহাকার
উতলা মনের ব্যথা বেড়েছে দ্বিগুণ
শেষমেশ পুলকিত দেখা হয়ে গেলো
স্মৃতির ফলক ছিলো অতল সাগর তীরে
প্রীতির শ্যাওলা তারে রেখেছিল ঘিরে
সুবিনীত একজোড়া সুবোধ চোখের মায়া ||
____________________
======©=======