--===<[[[|||♠]]]>|||===--
স্বপ্নময় রাত্রির শরীরে; অদৃশ্যের পদ ভার
বিপন্ন মানসে মোড়া লালায়িত বিচরণে
দস্তানা মোড়ানো সব ভ্রষ্টাচারী হাতে
কারা যেন আঁধার বিছিয়ে রেখে যায়
ঝাঁঝালো কর্পূরদানার বিক্ষিপ্ত বিষ
সাথে কিছু বারুদগন্ধি অনল
নিষিদ্ধ অনাচারের সুনিপুণ বিসরণে
ছলেবলে গলাটিপি মারে; মনুষ্যের অহংকার।
আলোকিত সোনালি সফেদ;সকাল হবার আগে
অপাপবিদ্ধ হৃদয়গুলি নীরবেই মরে যায়
বাকি কিছু দগ্ধ হয়ে ক্ষত বয়ে বেড়ায়
সম্ভাবনার কোরককলি ঝরে ঝরে পড়ে
অজানিত ভীতিকর কালিমার রাতে
পাষাণহৃদয় ওরা আড়ি পেতে রয়
স্বভাবসিদ্ধ প্রভাবেই কষ্ট কণ্টক বিছায়
পালাবেই কাপুরুষ দ্যাখো;সুবোধ আবার জাগে।
------===<[[[|||©]]]>|||===------