-((((((((((((((✪✪))))))))))))))-


সৃজনের পাঠশালা তোমার হাতের কাছে
হাতেখড়ি মেনে নিয়ো তাতে;
নিজের মনের মতো দ্বার খুলে দিয়ো
বৃহৎ অনেকের ভিড়ে-
ক্ষুদ্রের খুঁটিনাটি দেখবে অনেক বাকি    
ঘুমিয়ে থাকা পাবে রেশমের ডিম!
লালন পারবেনা জানি;পালন করতে পারো
-নির্জীব ভেবে কিছু হেলা কোরো না!
  
নিস্তব্ধ ঘাসের বুকে ঝরবে শিশিরকণা
আসবে জরিন সময় জোছনাজ্যোতি  
কীটের বাদামী রোম সোনারঙ হলে আরো
অবাক লাগতে পারে;নির্বাক থেকো!
সুবর্ণ সুযোগ এই সেরা প্রণোদনা
তোমার যত্ন পেয়ে জড়সড় সেই মথ
- হতে পারে নিশ্চিত দামী গুটিপোকা!
সোনার সুতোর রাশি দিবে ঠিক উপহার    
বিজিত বিস্ময়ে তারে চোখভরে মেখে
-রেশমি বুননের কাজ রেখো সুখী বুকে।    

ঘুম বড় প্রয়োজন বিধিমতে এইকথা
বিশ্রামে দূর হবে অলস ক্লান্তির চাপ
হঠাৎ ঘুমিয়ে পড়ে সব মাটি কোরোনা!  
সাধনার চেতনা খাঁটি চাও যদি-
নিজের ভেতরবাসের রিপুদের আগে মারো  
-একটু বেশি জেগে আশপাশ চেয়ো  
মাঠের নির্জন খড়;হলুদ ঝরাপাতা
পাখির ঝরা পালক,কিছু বলে শুনে নিয়ো!

-=<<<<<<<©>>>>>>>=-