Majadiliano ya Pamoja....
-<<>[||]=ΠΠ <||||>ΠΠ=[||]<>>-
. ভোজন বিলাসীদের জটলা এড়িয়ে,
একদলা উত্তপ্ত দীর্ঘশ্বাস গিলে ফেলি!
শান্তি বৈঠকের হইহই দলের কাছে;
একটা সুদীর্ঘ চিঠি লিখে দিই
খামহীন খোলাচিঠি নির্ভাঁজ,
উপসংহারে মোটা হরফ-
'সূক্ষ্ম পেরেক এবং দৃঢ় হাতুড়ির সম্পর্ক'
সতীর্থ সাথী অর্বাচীন সাঙ্গাতেরা!
কিছু প্রত্যুত্তর দেয়া ওদেরই কাজ |
ঈশ্বরবিহীন মানবতার নিমজ্জিত সময়ে;
বেতারে ইথারে বাড়ে অনুকম্পা স্লোগান!
সুকণ্ঠে জাগ্রত ফসলের গান;
স্বর্ণশস্যের সুরভি সুবাস
যুদ্ধ নয় সন্ধি,মোলায়েম আহ্বান!
'জুরিখ' থেকে 'অসলো' সকল শ্বেতপত্রে
মোক্ষম আঘাত হানে বিক্রম স্বরাজ!
ছোট্ট পৃথিবীর বড়ো বড়ো শহরে,
কোথাও কোনো নগর বন্দর নেই আজ!
কিছু মানুষের জন্য গড়বো আবাস |
চুক্তির এ যুক্তিপাঠে ক্লান্ত হেঁটে হেঁটে;
চষে গেছি 'রোম' হতে 'ব্রাসেলস' নন্দন,
'জেনেভা' থেকে 'হেগ'
'নাইরোবি' থেকে 'ভিয়েনা'
সারি সারি রাজপথে শোভিত উদ্যানে;
আমার পায়ের ছাপ,মগজের ছায়া,
উবে গেছে উড়েউড়ে,পুড়িয়েছি প্রভা!
দিকে দিকে বেড়েছে কায়েমি হায়েনা
বেহায়া দলিলে বুলির মায়া!
কিছু অঙ্কিত কালির কলঙ্কিত আভা |
'ফ্লাশিং মিডোস' এর সামনে দাঁড়িয়ে
'টার্টল বে'র পতাকাদণ্ডের মুণ্ডপাত নয়
যুগপৎ ঐক্যের ঝাণ্ডা উড়াতে চেয়ে
'মদিনা' থেকে 'ডেটন'
'ভার্সাই' থেকে 'মন্ট্রিয়ল'
'জেনেভা' থেকে 'কিয়োটো প্রটোকল'
মুখস্থ করে ফেলি প্রসিদ্ধ সনদ!
হর্তাকর্তা সারথি তাদের কীইবা দায়?
'রাইন' স্নান শেষে টানটান স্বপ্নে-
কিছুই দেখি না আমি 'পম্পেই' ছাড়া ||
★__________
পুনশ্চঃ (বাংলাভাষী পাঠকের জন্য)
ভিন্ন কয়েকটি ভাষায় অনূদিত
এই কবিতায়, বৈশ্বিক আবহের স্বার্থে কিছু ভিনদেশি শব্দের বাংলায় লিখিত রূপ মুদ্রিত করতে হয়েছে। যেকোনো শব্দার্থ অথবা বাক্যাংশের ধারণা জানতে নির্দ্ধিধায় জিজ্ঞাসা লিখতে পারেন পাঠকসমাজ।
____________
©Haki Zote Zimehifadhiwa©
©সর্বস্বত্ব সংরক্ষিত©
moyo wa Victoria,
ভিক্টোরিয়া হৃদ,
Nairobi নাইরোবি।
La négociation collective..
<>=====[|]<>