. মনে পড়ে সোনাদিন;
আমি আর সোনাভান
আমরা হেঁটেছি কতো দুইজনে মিলে
লাউতলী যেতে যেতে গড়াতো বিকেল
-কলাই ক্ষেতে বসে জিরিয়ে নিতাম।
ফড়িংসময় ছিলো
প্রজাপতি উড়েছিলো
পোড়ানো নাড়ার গন্ধ শীতের পরশ
আজো যেন লেগে আছে মাটিমাখা দেহে
-সেইদিন এইদিন যদি ফেরত পেতাম |
বারিষার বারিধারা
তীর তরী কূলহারা!
জোড়পুল পার হয়ে বোয়ালিয়া বিল
জোয়ারের সাথে আসা ডাকাতিয়া জল
নদীর মতন ছিলো আমাদের মন!
সুশান বসন্ত দিনে
সুমন হসন্ত বীণে
মৃদুবায়ে উড়ে যেতো কাপাসের তুলো
সেইখানে জমা আছে চপল শৈশবদিন
-যেখানে শিরীষ ছায়া শিমুলের বন |
ভালোবাসা দামী কথা
পাইনি খানিক ব্যথা!
অনেক জমাট স্মৃতি সরিষার ফুলঘ্রাণে
বহুবার বসেছিনু কাঁচা আলপথে
-মনঘুড়ি ছুঁয়েছিল সুশোভন বোধ।
আমাদের দিনগুলি
আনন্দে গিয়েছে চলি!
রূপসার অভিমুখে এগিয়েছি যতো;
জমাট হয়েছে আরো খানদানি শোভা
-হাসিমাখা কচিমুখে গোধূলির রোদ ||