✒.....
এসো, এক ফুঁ'য়ে উড়িয়ে দিই,
সামর্থ্যহীন সব,তথাকথিত বাস্তব
অর্থহীন ছুটোছুটি ভ্রান্তিমান কাজ!
এসো,বারবার ভ্রুকুটি করি -
আমরাও মানবো না আজ
-নিদ্রাবতী সংযমের ব্রতহীন উপোষ |
দৈন্য দীনতায়;অজ্ঞতার যে দেহ,
রক্তশূণ্য সেই ফ্যাকাসে সৌষ্ঠব,
জটলা বাধানো জটিলের কৌশল!
এড়িয়ে যেতেই পারি-
অনিশ্চিত এই সান্ত্বনা স্বরাজ
-ঘাড়ে গর্দানের লালায়িত আপোষ |
এসো, চূড়ান্ত নিকুচি করি-
অভাবে পাল্টানো স্বভাবের মতি,
প্রভাবে উল্টানো প্রগতির থাবা!
খিল এঁটে দিতে পারি-
আমাদের সুখগৃহ, লীলায়িত জয়
- এখনো নামেনি, আশাহত প্রদোষ |
তবে,যথেষ্ট মনে করি -
অনিবার্য কিছু নয়,পৃথিবীর বিবাদ
অযথা গণ্ডগোলে দ্বিখণ্ডিত ভূগোল!
এসো,যথেচ্ছ গড়তে পারি -
দীনতা হতাশাহীন,স্বপ্নের প্রচ্ছায়া
-সোনার সাকিনে সুবাসিত নওরোজ |
এসো, বিনষ্ট ইচ্ছা পুড়িয়ে দিই-
পীত জঙ্গলের দেশ থেকে শ্বেতপুরী
বরফকুচি মিহি জমিনের মসৃণ পিঠে,
এবার লাগাম টানতে পারি-
ইচ্ছেরা নয় কোন বল্গাবিহীন কায়া!
-বিচরিত মায়ামৃগ, বিচ্ছুরিত সরোজ |
অনিচ্ছায় যতো পাড়ি-
লোহিতসাগর সম,গহীন নুনের বুক
কৃষ্ণসাগর ছোঁয়া দোলায়িত দুখ!
এসো, সদিচ্ছায় দিবো গড়ি -
স্নিগ্ধ নদীর মায়া গোধূলি পিঙ্গল ছায়া
- দগ্ধ বিবেকের কাছে বিসরিত আরজ ||
========
©আগুন নদী©