-<>>====♦♦====<>>-


মন চাই; মন চাই
     মন নাই, রণ পাই!
ধনের মতন কবে মনের যতন হবে
সমতীত কোন গীত গেয়ে যাবো তবে
সমমনা মন খোঁজা শুধুশুধু ভাই!
ঠাঁইঠাঁই টায়টায়;সমাহিত সমকাল
সমাগত হোক এক সমূলক দোলে!
সমুদয় ঠাঁই পাবো;কোন মনোভবে
সমজাতি সরাবত,সমঝোতা কিছু নাই
-সবলুট চারপাশে সসেমিরা অনুভবে |

সভে কয়; আমি ভালো
     ভবে ক্ষয়, তুমি কালো!
সমবেত সমভাবে;সমবায়ী নাই
সবিশেষ সমরুচি সমাবেশ চাই।
সমীচীন ভালোবাসা;সবিরাম আলো
অবিরাম সমঘন,সবাকার সমতাল
সমুদিত সমরস সমুদার কোলে!
সফলতা সমারোহ;সমা পেতে তাই
সমতুল সমরাশি,সমালুম সহা ঢালো
  -সমাকুল হয়ে যেনো সমাদর পাই ||

-<>>====©©====<<>-