♣....

জড়িয়ে থাকা এই যে প্রিয় সমাজ;
বাড়িয়ে বাহু ব্যস্ত থাকি,দু’চোখ ঢাকি!
অঙ্গুলিতে জড়িয়ে রাখি জটিল প্যাঁচাল
- হাতের মুঠোয় গন্ধমাখা মন্দমাকাল,
ফাঁকির সাজে থাকতে পারা নিলাজ,
  দায়দেনাহীন পথে নিদয় সহমত!
চকচকে রঙ,ঝকঝকে সঙ,সঙ্গী সাথী
    নিজের মত বাঁচতে পাকাপাকি;  
      রংবাহারি ঢঙের ঠোকাঠুকি,  
অসত দলের কোলে কাঙালি বসত!
ঘৃণ্য দলাদলি বন্য হাতাহাতি  
অশোভনের দৈন্য গোপন ডাকাডাকি!

বেলা গুনেই পড়ছি নিয়ম নমাজ;
প্রভু নামে,দিবারাতি বোলছি আওয়াজ
- রসনা বিলাস চর্ব সীমার চূড়ান্ত সেই,
ওজন ভোজন মাপ পরিমাপ আন্দাজে!
খাপছাড়া ধাপ মিথ্যে আলাপ কোন্দলে
- পাপ কোথা হে, পূণ্যহীনের মন্দিরে!
গর্বভরা পর্ব প্রতাপ বলার কিছু নেই,
ঠেকে বলি বা'জান ওগো বাঁচান কন্দরে
  লাইন ছাড়া আইন মজ্জাগত ভাঁজে,
আজান হলে মাখছি আতর,ঢাকছি মাথা
- পাগড়ি টুপি জোব্বা জামা লজ্জা ছতর,
কাতার সোজা করতে থামি চৌদ্দ দলে!

দাঁতের ছাতা;ময়লা গতর ঘষে মাজি  
- আঁতের কালি লুকিয়ে রাখি ভেতর,
অহংকারে সাধুর জোশে ফুলিয়ে ছাতি,  
ভাতের সাথে তিনবেলা খাই চোখেরঠুলি
কয়লা বোঝাই মগজ বেচে দিতে রাজি!
  বীণাপানি মন্ত্র জানি জ্ঞানীর আবেশ
  কল্পবিলাস গল্পপলাশ কাব্যে মাতি!
সুজন ভারি বিদ্যাপতি কবচধারী,
আমিই সলতে আমিই বাতি,গায়কঢুলি!
- সামাজিকের স্বপ্নবালিশ হেলান দিয়ে,
পরিবেশের রসিকরাজা দীর্ঘঘুমের রেশ
সমাজ ছাড়া অন্য কী আর ভাবতে পারি!

__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||
..........................................