. ★★ .
এই শহর আমার নয়;
নগর বন্দর অথবা বিস্তীর্ণ গ্রাম,
পরিপাটি ইট কাঠ কংক্রিট!
এখানে কোথাও গড়েনি হৃদয় মিনার;
বৃথাই কেটে গেছে ক্ষয়িষ্ণু সময়,
বিষমের হাটে বিকিয়ে বোধ -
জঞ্জালে বেঁধেছে বাসা জঘন্য কীট!
অনিচ্ছা হেঁটেছি শুধু দিগন্ত কিনার;
শোষণের গল্পে লেখা ভূষণের থাম
বারমাসি চৈত্রের তালুফাটা রোদ |
এই শহর কিংবা গ্রাম;
আমাদের ছিলো কোন একদিন!
জয়মালা পরা পোশাকি বিজয়
স্বনামে লিখিনি সুনাম!
অবোধ জনপদ দিয়েছি গড়ে;
মমতার মাটি মাখা ছেড়ে,
অলীক বেঁচে থেকে উঠেছি বেড়ে!
ধুলায় মিশেছে সোনালী সুদিন-
দুয়ারে এনেছি ঘৃণ্য পরাজয়
আমিও আমাদের ভিড়ে |
এই শহর কিংবা গ্রামে;
আসবেই ঝড় আপন খেয়ালে,
নীরবে যখন বৃষ্টি নামবে দুখের
নয়তো ভীষণ দূষণ খরা,
আমিহীন আমাদের রয়ে যাবে দায়!
স্বাধিকার প্রয়োজন ভালো,
অধিকার অতো কিছু সোজা নয়!
শিরায় শিরায় রক্ত ঝরা;
পাঁজর ভাঙ্গা চিঁড় ধরানো বুকের,
যত্নে গড়া রত্ন দ্রবণ ঘামে -
শহর গ্রামের সব দেয়ালে
শর্তবিহীন তবেই ফোটে আলো |
________
..... © ......
@ আগুন নদী
________