♠
দাবদাহে পুড়ছিল শহর অরণ্য
নিবসতি ঘিরেছিল বেদনার মেঘ
দূরপথ পাড়ি দিয়ে আসেনি অনন্য
নিবেশিত নিবিড়তা প্রগাঢ় সবেগ
ইটপাথরের তলে চাপা পড়া বোধ
বিগর্হ বিবর্ণ ক্রোধে নীরস নিকার
অকাতরে অনায়াসে মরেছে সুবোধ
ক্ষয়েছে সুবর্ণ ক্ষণ বেড়েছে বিকার |
নিদাঘপীড়িত দিনে মোহনিয়া সুর
অবশেষে দহনীয় প্রতীক্ষার শেষ
নিবেদিত আবেদনে এসেছে মধুর
কোলাহলে সহনীয় তিতিক্ষার রেশ
নমনীয় হলাহলে তিয়াসা মেদুর
অবারিত আয়োজনে গ্রহণ আবেশ ||
.................. ©