::::::::::::|||||||||♣|||||||||:::::::::::
নীলিমার নীচে ঘুরে ঘুরে
কোমল হাওয়ার সাথে বলেছি কথা
অবাক হতে হতে, গিয়েছি থেমে
তেজোময় হাসছিল দূরে
তেজের গরবে সে করেনি মিতালি
পথচেয়ে গিয়েছি ঘেমে!
বিমুখী হয়েও শেষ আশা দিলো বিধু
অস্ফুটে বলেছিল গ্রহণের ব্যথা
মিছেই বাহিত ওই কলঙ্কের কালি!
নীরবে সইতে পারা ভালোবেসে শুধু।
কাছে দূরে যতো, জ্বলজ্বল তারা
হাতছানি দিয়ে ওরা আসেনি নেমে!
বৃথাই সুদূর পথে খুঁজেছি ইশারা
মুখকালো হাহাকারে যাইনি থেমে
আবার হেঁটেছি পথ অন্ধ বিবর গলি
মনোযোগী কানপেতে চেয়েছি স্বনন
দেখেছি ঝড়গতি, মেখেছি ধুলি
অযাচিত ঘাতে বাঁচিয়েছি মনন
কথা ছিলো সুসময় উপহার হবে
অবিনাশী সময় আর দেয়নি দেখা!
বলি বলি করে হায়!পালিয়েছে কবে
-সবাক পেয়েছি এক নিয়তির লেখা।
:::::::::::::|||||||||©|||||||||:::::::::::