=======
আমাদের ঘোষণা একদম সাচ্চা
আপনারা নিশ্চয়ই জানেন
অপ্রাপ্তবয়স্ক শ্রমিক নিয়োগ বেআইনি
আমরা কিন্তু যথেষ্ট কর্মীবান্ধব
নিয়োগদান হতে শুরু করে কর্ম চলাকালীন
যাবতীয় আইনকানুন মানি
প্রতিটি ক্ষেত্রেই অধিকার সচেতনতা
শ্রমোপজীবীর পূর্ণ ন্যায্যতা
'আইএলও' কনভেনশন জানি
অতএব ধরে নিন
আমাদের কর্মস্থল সম্পূর্ণ নিরাপদ |
সরেজমিন একেবারে উল্টো
ওরা দেখছি বেশিরভাগ আঠারোর নীচে
এ কেমন নিষ্ঠুরতা শিশুশ্রম!
- আরে নাহ্ এরা তো খেলছে
বয়স্কদের সহযোগিতা করছে মাত্র
আমাদের বয়সী কামিনদের বাচ্চাকাচ্চা |
একবেলা কাজ না থাকলেই ওরা অসহায়?
শুনেছি গতপরশু বিদ্যুৎস্পৃষ্ট হলো ছয়জন
একজন মরেছে বাকীরা আজই হাজির!
- শুনুন মশাই কর্মীবান্ধব বলে কথা
গরহাজির হলে ওরা খাবে কি বলুন?
মে দিবসে আধাবেলা ছুটি
মাইনে কিন্তু পুরোটাই পেয়েছে
সঙ্গে দিয়েছি হালুয়া রুটি!
নয় ঘণ্টা শেষ হলেই ওভারটাইম শুরু
শ্রমিকসংঘের নেতা নেত্রীগণ আসেন
মাসিক নামমাত্র পারসেন্টিজ নেন
নতুনদের দু'সপ্তাহের মাইনে জমা রাখি
চলে যাবার সময় অনুপস্থিতি কাটি!
তাদের সুখেদুঃখে অধিকার আদায়ে
বলেন দেখি আমরা ছাড়া আর কে আছে |
হলুদ জমিনের উপর লালরঙে লেখা
বড় অক্ষরের সাইনবোর্ড
'সেইফটি ফার্স্ট' 'সবার আগে নিরাপত্তা'
অথচ নিরাপত্তা সামগ্রী কোথায়
কর্মক্ষেত্রে অসতর্কতা দুর্ঘটনার দায়
প্রতিদিন আহত নিহতের এতো খবর!
- এরা আসলে একেবারেই অদক্ষ
আমরা চালিয়ে নিচ্ছি এই যা
এতগুলি মানুষের কর্মসংস্থান দিচ্ছি
অতো সব খেয়াল কি আর রাখা যায় |
=====©=====