♦......

অন্ধ কানা এসব মন্দ কথা হায়;
প্রাকৃতিক নিয়মেরে নিতে হয় মানি,
ভক্তির হেরফেরে বৈষম্যের শক্তি
এইসব বলাবলি একটুও উচিত নয়!
চোখ বিহীন জন্মানো আপন্ন যে ব্যক্তি
- অন্ধ কানা নামে তাহার কী দায়!
পতিত বিপদে ঘটে কথিত অঙ্গহানি,  
ছন্দপতনে ওরা বিপন্ন কিছু অসহায়  
- অপুষ্টিতে ভুগে কেউবা রাতকানা,
কারণে আসন্ন স্থায়ী,অস্থায়ী পড়ে ছানি!

স্বপ্নিল আমার শত প্রসারিত ডানা;
বর্ণিল পৃথিবীর তলে ঘূর্ণন দেখি,
ঈগলচক্ষু রক্তকোটর শক্ত শ্যেন দৃষ্টিতে  
- কথার খই ফোটাই দমকা প্রতাপে!
দিনরাত এক করে দলেদলে কোন্দলে,
মানহীন ভেজালের ছবি আঁকি কৃষ্টিতে!
এক গান এক সুরে ভেক বাতচিত;  
আমার যে সহচর শুধু তারে কোলাকুলি,
- প্রয়োজনে শুয়ে পড়ে সারি লেনাদেনা!  
ক্ষণে ক্ষণে নুয়ে পড়ি একি জ্ঞান পাপে |

আমার এ সখ্যতার নিদারুণ গলাগলি;
মনগড়া খেয়ালের হীন ভোজবাজি,
আমার দলটি জানে পৃথিবীর সব জানা
- বাকি যারা বেখেয়ালি সারা বেয়াকুব!
মিছে বলে হেয়ালি; অসুস্থ দলাদলি,
আমার মতের সাথে বিমত চলে যদি
- আমি আরো ঘুরপথে দূরপথ সাজি,
ডুবে ডুবে জল খেতে খুব জানি খুব!
আকাশের বাজপাখি মাটিতে নজরব্যাধি
কী নাম আমার তবে কোন ঠিকানা!
দলকানা তালকানা দীনহীন দিনকানা ||

__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||