...--............................--...
-*******🔵🔵*******-


জীবনটা বাজি রেখে;যদি তাই পারতাম
  তবে সব বিষাদের মূল ছিঁড়ে দিয়ে
ছায়াবাজি মায়াঘোর টেনেটেনে ছিঁড়তাম!
   বাজিকর নই আমি জ্ঞানহীন অজ্ঞ
কম জানা সাধারণ; আনমনা বেখেয়াল
  প্রতিকার জানা নেই আফসোস তাই;
মেনে নিয়ে চিরতরে ভুলভাল ছাড়তাম!
আগাগোড়া দোষে ভরা আড়াল দেয়াল
প্রতিরোধী হীনসাধে;দীন বোধ নিয়ে
  বিপরীত ভীতি হরা প্রীতিপথ চাই-
বল পেলে ছল ভুলে, প্রতিবাদ গড়তাম  
-দিশাহীনে দিশা দাও ওহে সেরা বিজ্ঞ।  

ঠিকঠাক পথ ধরে; হানাহানি রুখতাম
  বিসরিত অনাচার খুঁজে বের করে      
লোভাতুর কাঁটাভরা ডালপালা ভাঙ্গতাম!
  একেএকে পৃথিবীর সব পথ বেয়ে;
অবোধের ভেতরের অজানার কালিময়
বেছেবেছে ঠিকঠিক মুছে দিতে চেয়ে;
  বিবাদের পথেঘাটে পরহিতে শান্তি  
বিবেকের সেবকের নাম হয়ে থাকতাম!
   প্রবাহিত ঢেউ ভরে সজীবের স্বরে
  ধুয়ে মুছে সাফ করে সব জ্বালাময়-
সুবোধের সুখময়,দীপশিখা জ্বালাতাম!
- শুধু তুমি দিতে পারো ঘুচে দাও ভ্রান্তি।

...--.............................--...
...--°°°°°°°°°°||||©||||°°°°°°°°°°--...