<>>=====✪✪✪=====<<>
জমিনের বুক দেখি চৌদিকে চৌচির
একজোড়া খোঁড়া পায়ে কতদূর যাই!
পথগুলো বাড়ে শুধু দিকপাশ ভুলক্রমে
-শপথ ভাঙ্গতে থাকে কুপথ বাসনা।
লম্বা হতে হতে বাড়ে;নিশ্বাস অধীর
আনমনা হয়ে বৃথা,বাতাসের গতি চাই
লুকোচুরি খেলে সেথা অভাবের বটঝুরি
-ফেরার সমীরসুধা ফিরে আসেনা!
তাহলে কোথায় যাই;কোনখানে ঠাঁই
চোখে দেখা আকাশের,গাহি জয়গান
আহা সেতো একটাই,চোখাচোখি বারবার
-ছাড়িয়ে যাবার সাধ মিটবেনা ভবে!
কেমনে চাইবো তবে সাধু রোশনাই
খুব ছোটো মগজের;বড়সড় হাসফাস
জড়িয়ে গড়িয়ে শেষে,তাড়নার গাঢ় ভ্রমে
-কখনো পায়নি কেউ সুখ অনুভবে!
চাওয়া পাওয়া ধোঁয়া ভাসে সাবধানে
সুযোগের হাতছানি;রূপছানি আশনাই
ডাকবে ডাকুক আরো,মোহময় মায়াতীর
-নিজেরে বিলিয়ে দেবো বিনিময়হীন!
ব্যবধান খুঁজবোনা;কোনো অবদানে
চাইলেই সবকিছু পেতে হবে কেনো!
স্বভাবের মূল হতে,মুছবো প্রভাবদোষ
-অনায়াসে গড়ে নিতে সুখময় দিন।
<>>=====©©©=====<<>