_°°_°°_°°_°°_°°_°°_°°_
-
চন্দ্রাহত রোশনাই যখন শুরু;
নিভিয়ে সাতমহলার বাতি,
একত্রে খুন করি একশো'এক প্রকৃতি!
কয়েক সহস্র প্রণয়পক্ষীর সাথে
অগণিত অনুভূতির পদ্মবৃতি,
অবিরাম প্রেমের নয়নাভিরাম নিভৃতি!
প্রার্থনার ছায়ায় দাঁড়িয়ে অবলীলায়,
খুউব ভালো করে মুছে ফেলি-
সকল অপরাধ এবং অপরাধবোধ!
এ কেমন ভীতিহীন আকৃতি;
মন খুলে;হাত তুলে,করপুট মেলে
- সরণি সারণী জুড়ে ভুল স্বীকৃতি |
সুদীর্ঘ রাত্রিবাসে বিদীর্ণ শরীর;
তাপসীপ্রিয়ার বনে তামসীর থাবা!
আলতো হাত বুলাতেই শিরশির
প্রাপ্তির খাতায় জমে আত্মাভিমান!
সত্যবান শিশুর মুখোশেই
- একা একা সাতচাড়া খেলি |
তৃপ্তির পাশবালিশ টেনে বুক জুড়াতেই;
কিশোরকলি থেকে জুয়াড়িযুবা!
বউচি উঠোনের এক্কাদোক্কা ভুলতেই,
আনাড়ি দাবার টেবিলে আর্তচীৎকার!
ষোলগুটি জিতে নেয়া স্বাভিমান
- অনায়াসে হেরে যাওয়া চৌপদগুরু ||
_________
© আগুন নদী ©
নীলনদের পারে
® ২০১২ ®
----------------